হোম > সারা দেশ > ঢাকা

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় কাঠ ব্যবসায়ী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ভজেদ্র চন্দ্র মণ্ডল (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কারওয়ান বাজার ডিআইটি মার্কেটে তাঁর কাঠের ব্যবসা ছিল। 

আজ শুক্রবার সকাল ১১টার দিকে কারওয়ান বাজার খ্রিষ্টানপাড়া এলাকার রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। 

ভজেন্দ্র চন্দ্র মণ্ডলের পরিচিত মো. জসিম জানান, সকালে ডিআইটি মার্কেটের সামনের রাস্তায় কিছু লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জসিম জানান, ঢামেক হাসপাতাল থেকে কারওয়ান বাজারে গিয়ে স্থানীয়দের বলতে শোনা যায়—কারওয়ান বাজার খ্রিষ্টান পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ভজেন্দ্র। 

ভজেন্দ্র চন্দ্রের মেয়ের জামাই খোকন চন্দ্র বিশ্বাস জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভাড়ালিয়া গ্রামে। স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে কারওয়ান বাজার খ্রিষ্টান পাড়া এলাকায় থাকতেন ভজেন্দ্র চন্দ্র। সকালে বাসা থেকে বের হয়ে তাঁর কাঠের দোকানে যাচ্ছিলেন। পরে জানতে পারি ট্রেনের ধাক্কায় মারা গেছেন। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ভজেন্দ্র চন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তি মারা গেছে। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন তা জানা যায়নি।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা