নারায়ণগঞ্জর শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার আকিজ সিমেন্ট ফ্যাক্টরির পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পড়নে ছিল সাদা পাঞ্জাবি ও কালো কোটী। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে মারা গেছেন তিনি।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপপরিদর্শক সবুর মিয়া বলেন, ‘সকালে স্থানীয় মাঝিদের মাধ্যমে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। কয়েক দিন আগের লাশ হওয়ায় তার শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যায়নি। নিহতের পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’