হোম > সারা দেশ > রাজবাড়ী

১৬ কেজির পদ্মার পাঙাশ, বিক্রি হলো ২১ হাজারে

গোয়ালন্দ (রাজবাড়ী), প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। পরে মাছটি ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় মানিকগঞ্জের জেলে গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

গোপাল হালদার বলেন, ‘প্রতিদিনের মতো আজ ভোরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ মাছ পাইনি। বেলা ১১টার দিকে আরেকবার নদীতে জাল ফেলি। দুপুর ১২টার দিকে জাল তুলতেই বিশাল মাছটি ভেসে ওঠে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার কেসমত মোল্লার মৎস্য আড়তে তোলা হলে মাছ ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা উন্মুক্ত নিলামে ২০ হাজার ৮০০ টাকায় কিনে নেন।’

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে দৌলতদিয়ার কেসমত মোল্লার মাছের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৬ কেজি ওজনের পাঙাশটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকায় কিনে নিয়েছি। পরে মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২১ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।’

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, ‘বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে আশা করা যায়। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা