হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি উদ্ধার করে শিবচর থানায় রাখা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের একটি বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ওই পরিবারের আলমারিতে রাখা ছিল গ্রেনেড সদৃশ বস্তুটি। বাড়ির শিশুরা মাঝে মধ্যে বস্তুটি দিয়ে খেলতো বলেও জানা গেছে। 

খবর পেয়ে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদীনের বাড়িতে যায় শিবচর থানা–পুলিশের টিম। শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমারের নেতৃত্বে বসত ঘরের আলমারিতে রাখা বস্তুটি উদ্ধার করে। অনেক দিন আগে পুকুর খনন করতে গিয়ে জয়নাল আবেদীনের পরিবার গ্রেনেড সদৃশ বস্তুটি পায়। পুরোনো এবং মরিচা পড়া হলেও এর সঙ্গে একটি পিন যুক্ত রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জয়নাল আবেদীনের কিশোর বয়সী ছেলে তার মামা বাবু মোল্লার বাড়িতে বসে একটি সিনেমা দেখছিল। সিনেমায় গ্রেনেড দেখে তার মামাকে জানায় ওই রকম একটি বস্তু তাদের বাড়িতেও আছে। গতকাল রাতে বিষয়টি শিবচর থানা-পুলিশকে জানালে তাৎক্ষণিক ওই বাড়িতে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘ওই পরিবারের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই এবং গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আদালতে আবেদনের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩