Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ইউপি সদস্য নির্বাচিত হলেন রানা আহম্মেদ দেলোয়ার 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সিরাজদিখানে ইউপি সদস্য নির্বাচিত হলেন রানা আহম্মেদ দেলোয়ার 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে রানা আহম্মেদ দেলোয়ার (ফুটবল) সদস্য নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৮৮০ ভোট। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ হয়। 

রানা আহম্মেদ দেলোয়ারের নিকটতম প্রতিদ্বন্দ্বী অভয় ধর (তালা) পেয়েছেন ১৬২ ভোট। এ ছাড়া মো. চাঁন মিয়া (ক্রিকেট ব্যাট) ১৫৪ ভোট, প্রতীকে নব কিশোর মজুমদার (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ১০৮ ভোট পান। 

এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৯২ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৬৬ জন ও নারী ভোটার ১ হাজার ১২৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৩১৮ ভোটার। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক নিয়ে রানা আহম্মেদ দেলোয়ার। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য হারুন-অর-রশীদ গত বছরের ১৬ ডিসেম্বর ট্রলার ডুবিতে নিহত হলে পদটি শূন্য হয়।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি