হোম > সারা দেশ > ঢাকা

অটিজমে আক্রান্ত শিশুদের বুদ্ধিবিকাশে জিগ’স পাজল

অটিজম স্পেকট্রামের জটিলতা বোঝাতে জিগ’স পাজলকে এ বিশেষ চাহিদার প্রতীক হিসেবে সারা বিশ্বে ব্যবহার করা হয়ে থাকে। জিগ’স পাজল (Jigsaw Puzzle) বেশ পুরোনো ও সমাদৃত একটি বুদ্ধিবিকাশ সম্পর্কিত খেলা হলেও দেশে সেভাবে জনপ্রিয় নয়। 

রোববার (২ এপ্রিল) ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে জিগ’স পাজলের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে টাউনস্টোরের অংশগ্রহণে দিনব্যাপী জিগ’স পাজল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, মহাসচিব মো. মাহবুবুল মুনির, চেয়ারম্যান জহিরুল ইসলাম মামুন, টাউনস্টোর–এর স্বত্বাধিকারী কাজী ইফতেখার খালেদ, ম্যানেজিং পার্টনার সাইফুল ইসলাম, সুইড স্কুলের বিভিন্ন শাখার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা। 

উল্লেখ্য, জিগ’স পাজল খেলার উৎপাদনকারী ও বাজারজাতকারী অন্যতম দেশীয় প্রতিষ্ঠান টাউনস্টোর। এই খেলার পরিচিতি ও প্রসারের উদ্দেশ্যে ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার অটিজম আক্রান্ত শিশুদের অংশগ্রহণে একটি জিগ’স পাজল প্রতিযোগিতার আয়োজন করে। পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। 

এ ছাড়া ‘খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হতে পারে মানসিক প্রতিবন্ধকতার অন্যতম প্রতিরোধক ও প্রতিষেধক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার টাউনস্টোর সুইড বাংলাদেশের সঙ্গে সহযোগিতার চুক্তি সই করে। 

টাউনস্টোর–এর তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় অটিজম আক্রান্ত শিশুদের হাতে আঁকা ছবি জিগ’স পাজল তৈরিতে ব্যবহার করবে টাউনস্টোর। এই পাজল বিক্রির লভ্যাংশ থেকে উপকৃত হবে ওই শিশুরা।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী