হোম > সারা দেশ > ঢাকা

অটিজমে আক্রান্ত শিশুদের বুদ্ধিবিকাশে জিগ’স পাজল

অনলাইন ডেস্ক

অটিজম স্পেকট্রামের জটিলতা বোঝাতে জিগ’স পাজলকে এ বিশেষ চাহিদার প্রতীক হিসেবে সারা বিশ্বে ব্যবহার করা হয়ে থাকে। জিগ’স পাজল (Jigsaw Puzzle) বেশ পুরোনো ও সমাদৃত একটি বুদ্ধিবিকাশ সম্পর্কিত খেলা হলেও দেশে সেভাবে জনপ্রিয় নয়। 

রোববার (২ এপ্রিল) ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে জিগ’স পাজলের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে টাউনস্টোরের অংশগ্রহণে দিনব্যাপী জিগ’স পাজল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, মহাসচিব মো. মাহবুবুল মুনির, চেয়ারম্যান জহিরুল ইসলাম মামুন, টাউনস্টোর–এর স্বত্বাধিকারী কাজী ইফতেখার খালেদ, ম্যানেজিং পার্টনার সাইফুল ইসলাম, সুইড স্কুলের বিভিন্ন শাখার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা। 

উল্লেখ্য, জিগ’স পাজল খেলার উৎপাদনকারী ও বাজারজাতকারী অন্যতম দেশীয় প্রতিষ্ঠান টাউনস্টোর। এই খেলার পরিচিতি ও প্রসারের উদ্দেশ্যে ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার অটিজম আক্রান্ত শিশুদের অংশগ্রহণে একটি জিগ’স পাজল প্রতিযোগিতার আয়োজন করে। পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। 

এ ছাড়া ‘খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হতে পারে মানসিক প্রতিবন্ধকতার অন্যতম প্রতিরোধক ও প্রতিষেধক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার টাউনস্টোর সুইড বাংলাদেশের সঙ্গে সহযোগিতার চুক্তি সই করে। 

টাউনস্টোর–এর তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় অটিজম আক্রান্ত শিশুদের হাতে আঁকা ছবি জিগ’স পাজল তৈরিতে ব্যবহার করবে টাউনস্টোর। এই পাজল বিক্রির লভ্যাংশ থেকে উপকৃত হবে ওই শিশুরা।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন