Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ইসকন নিষিদ্ধে শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসকন নিষিদ্ধে শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের
বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ইসকন নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে রাজধানীর শাপলা চত্বরে বড় সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতের নেতারা।

আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এ হুঁশিয়ারি দেন।

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘মুসলমানেরা ৮০০ বছর ভারতবর্ষ শাসন করেছে। যদি আমরা সে সময় হিন্দুদের ওপর নির্যাতন চালাতাম, তা হলে আজ ভারতবর্ষে একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যেত না। অথচ ইতিহাস সাক্ষী, সেই শাসনকালেও হিন্দু-মুসলমানের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় ছিল।’ তিনি বলেন, ‘আমার দেশের ফ্যাসিবাদী সরকার যখন হিন্দুস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তখনই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা নাটক তৈরি করে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ কাজের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা।’

হেফাজতের নেতারা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সব ধরনের নিরাপত্তা দেবে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। কিন্তু তাঁরা যেন ইসকনের সঙ্গে কোনো আপস না করে। হিন্দুত্ব আর ইসকন এক নয় বলেও দাবি করেন হেফাজত নেতারা।

হেফাজতের ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে সুপরিকল্পিত একটি সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর পাঁয়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুধু বর্বরই নয়; বরং একটি ঘৃণ্য হত্যাকাণ্ড।’

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল