হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় রিকশা গ্যারেজের ভেতর জুয়ার আসর, গ্রেপ্তার ১০

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার রাতে আশুলিয়ার বলিভদ্র এলাকার সমশের প্লাজা মার্কেটের পেছনে নূরুল আমিন মন্ডলের মালিকানাধীন রিকশার গ্যারেজে অভিযান চালায় পুলিশ। সেখানে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামুনুর রশিদ, আসলাম শেখ, দবির উদ্দিন ফকির, ছাইদুল ইসলাম, সুমন মোল্লা, অন্তর শেখ, সুরমান মন্ডল, কায়েস, আব্দুল আলীম ও আফসারুল ইসলাম। তাদের কাছ থেকে নগদ ৪২ হাজার ১৭৫ টাকা ও ৪ সেট প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করে জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে তারা জুয়া খেলার কথা স্বীকার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন