হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১৭: ১১
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা-পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকায় নিজ নিজ বাসা থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার দুপুরে তাঁদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আদনান ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান। একই মামলায় এর আগে দুই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নিয়োগ নির্মাণ কেনাকাটায় প্রধান শিক্ষকের দুর্নীতি

পলাতক সেই ওসিকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের আলটিমেটাম

মানিকগঞ্জে বিএনপি নেতা আব্দুল আলীমকে বহিষ্কার

বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলার জামিন শুনানি ১৯ জানুয়ারি