Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ শিকারে করতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চর এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় একজন জেলে আহত হয়েছেন। 
 
নিহতরা হলেন, উপজেলার উত্তর তারাবনিয়া ইউনিয়নের রশিদ দেয়ান কান্দি গ্রামের কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৬), দেওয়ান কান্দি গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩৬) ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। আর আহত সাগর প্রধানিয়া (২৫) উত্তর তারাবনিয়া ইউনিয়নের মরন আলী ঢালী কান্দি গ্রামের আলী আহমেদ প্রধানিয়ার ছেলে। তাঁকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে পদ্মা নদীতে মা ইলিশ শিকারে যান জেলেরা। সেখানে আল আমীন, মহিউদ্দিন, নয়ন আহম্মেদ, সাগর প্রধানিয়াসহ সাত জেলে একটি নৌকায় মাছ শিকার করছিলেন। রোববার ভোর ৫টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের ঘটনায় তিনজন ঘটনাস্থলে প্রাণ হারান। আর একজন আহত হন। নৌকায় থাকা বাকি তিনজন নদীতে ঝাঁপিয়ে রক্ষা পায়। 

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস সরকার বলেন, বজ্রপাতে তিন জেলে নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে। আর আহত জেলেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা নদীতে ইলিশ শিকার গিয়েছেন। 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসিফ আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছে। ওই জেলেদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর আহত জেলের চিকিৎসা চলছে। আমরা পরিবারগুলোকে সহায়তা করার চেষ্টা করব। 

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি