ফরিদপুরের সালথায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন মহিদুল শেখ (২৫) নামে এক প্রবাসফেরত যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সুলমানসেন গ্রামে এ ঘটনা ঘটে।
মহিদুল ওই গ্রামের মৃত কুসেই শেখের ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা সঠিকভাবে কেউ বলতে পারেননি।
মহিদুলের মা সালমা বেগম বলেন, ‘মহিদুল দীর্ঘদিন সৌদি আরবে ছিল। সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে তিন মাস আগে দেশে ফেরত আসে। বাড়িতে আসার পরেও মানসিকভাবে অসুস্থ ছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মহিদুল তার নিজের ঘরে ডাক-চিৎকার শুরু করে। এ সময় ঘরে গিয়ে দেখি নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছে। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।’
আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছেলেটা কী কারণে তার নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছে, তা এখনো জানতে পারিনি। তবে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।’