হোম > সারা দেশ > ঢাকা

নামাজ দেরি করে শুরু করায় ইমামকে শাসালেন ছাত্রলীগ নেতা ফরিদ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মসজিদে জুমার নামাজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় শুরু না করায় ইমামকে শাসিয়েছে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ ওরফে ফরিদ জামান। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ফরিদ জামান ১ টা ৩০ মিনিটের আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করেন। পরে ১ টা ৩০ মিনিটে নামাজ শুরু না হওয়ায় মসজিদে শোরগোল বাঁধিয়ে দেয়। বলে, ‘অনেকের অনেক কাজ থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, নামাজ কেন দেরি করা হচ্ছে—এসব বলে মসজিদে উচ্চবাচ্য করে এবং ইমামের দিকে তেড়ে আসে। পরবর্তীতে ইমাম দ্রুত নামাজ শেষ করে দেওয়ার কথা বলে নামাজ শুরু করে দেন।’ 

ঘটনার বিষয়ে জানতে ইমাম মো. আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কথা কাটাকাটি হয়েছে। পরে ফরিদ জামান নামাজের পর দেখা করে স্যরিও বলেছে।’

অভিযোগের বিষয়ে ফরিদ জামান আজকের পত্রিকা’কে বলেন, গত জুমায় ১ টা ২৯ মিনিটে গিয়ে দেখি এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এবারে দেখি নামাজ শুরুও হয়নি। নামাজ শুরু হয় ১ টা ৩৮ মিনিটে। তাই ইমাম সাহেবকে বলেছি নামাজ কেন দেরিতে পড়ানো হচ্ছে, শিক্ষার্থীদেরও তো কাজ থাকতে পারে।’

‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই’ বলে ভাইরাল ছাত্রলীগ নেতা

ফরিদ জামান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর আগে ভ্রাম্যমাণ এক দোকানিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার হন এই ছাত্রলীগ নেতা। ইমামকে শাসানোর বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কিছু শুনিনি। না জেনে মন্তব্য করতে পারব না।’ 

সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত নই। খোঁজ নিচ্ছি।’

আরও খবর পড়ুন:

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য