হোম > সারা দেশ > নরসিংদী

নবজাতককে ‘সাপ’ ভেবে ডোবায় ফেললেন মা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ২৪ দিন বয়সী সন্তানকে ‘সাপ’ ভেবে ডোবায় ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নবজাতকের নাম ইউসুফ মিয়া। সে কেন্দুয়াব গ্রামের মহসিন মিয়া (৩০) ও তানিয়া বেগম (২২) দম্পতির ছেলে। তানিয়া বেগমের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, তানিয়া বেগম গর্ভধারণের পর থেকে পেটে সাপ রয়েছে বলে আতঙ্কে থাকতেন। পরে গর্ভধারণের সাত মাসের মাথায় আল্ট্রাসনোগ্রাম করে পুত্র সন্তানের কথা জানতে পারেন। কিন্তু তার পরেও তাঁর সাপ আতঙ্ক কাটেনি। ২৪ দিন আগে একটি হাসপাতালে তানিয়ার ছেলে সন্তান জন্ম দেয়। সন্তান জন্মের পরও নিজের সন্তানকে সাপ বলে আতঙ্কিত হয়ে ওঠেন তানিয়া। মঙ্গলবার বিকেলে একইভাবে আতঙ্কিত হয়ে নিজের সন্তানকে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেন তিনি। পরে বাড়িতে ফিরে সাপ ফেলে দিয়ে এসেছেন বলে স্বজনদের জানায়। এরপর স্বজনেরা ডোবা থেকে ওই নবজাতককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তানিয়া বেগমের স্বামী মহসিন মিয়া বলেন, ‘গর্ভধারণের পর থেকে হঠাৎ করে তানিয়া তার পেটে সাপ আছে বলে আতঙ্কিত থাকত। পরে সাত মাসের মাথায় হাসপাতালে পরীক্ষা করে আমাদের ছেলে সন্তানের বিষয়ে অবগত হই। ২৪ দিন আগে সিজারের মাধ্যমে আমাদের একটি ছেলে সন্তানের জন্ম দেয় তানিয়া। এরপরও সে নিজের সন্তানকে সাপ বলে আতঙ্কিত থাকত। তাঁর মানসিক সমস্যায় অনেকবার ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার বলেছিল সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। কিন্তু সে যে এ রকম কাজ করবে তা ভাবিনি।’

এ ঘটনার বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তানিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে