নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার মামলায় আবদুল মান্নান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, ওই স্কুলছাত্রীর বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন মান্নান। একপর্যায়ে গত সোমবার দিবাগত রাতে শৌচাগারে যাওয়ার জন্য ওই কিশোরী ঘর থেকে বের হয়। এ সময় ওত পেতে থাকা মান্নান তার মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণ করেন। পরদিন এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তার করা আসামি বিবাহিত। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।