নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে এসব কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দুপাশের রাস্তা আটকে অবস্থান ও বিক্ষোভ করছেন ওই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। সকাল সাড়ে ১০টা থেকে ধীরে ধীরে সড়কে নেমে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।
এতে করে মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে করে তীব্র যানজটে পড়েছে সাধারণ মানুষ।
এ সময় উত্তরার সোনারগাঁও সড়কে যানচলাচল বন্ধ হয়ে হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিএনএস সেন্টার এলাকায় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। সেখানে তাদের সঙ্গে শিক্ষার্থীদের মারামারি শুরু হয়েছে বলে জানা গেছে।
সড়ক অবরোধ করে তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
আরও খবর পড়ুন: