হোম > সারা দেশ > ঢাকা

ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে চিকিৎসা স্বাভাবিক রাখার নির্দেশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঈদের ছুটিতে স্বাস্থ্য সেবা স্বাভাবিক রাখতে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি বিভাগের পাশাপাশি লেবার রুম, ইমার্জেন্সি ওটি সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। 

আদেশে বলা হয়েছে, ছুটি শুরু আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুত ও সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। আন্তবিভাগে ইউনিট প্রধানগণ প্রতিদিন তদারকি করবেন। মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব, এক-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এ ক্ষেত্রে স্টোর কিপার অথবা দায়িত্বপ্রাপ্ত স্টাফ নিজ জেলা বা উপজেলায় অবস্থান করবেন। 

হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা চালু রাখতে হবে। হাসপাতালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে আগেই জানাতে হবে। প্রতিষ্ঠান প্রধান ছুটি নিলে নিয়মানুযায়ী অবশ্যই কাউকে দায়িত্ব দিতে হবে। তার নাম ও মোবাইল নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। 

এ ছাড়া ছুটিতে থাকাবস্থায় প্রতিষ্ঠান প্রধানকে সেবা প্রদানকারী কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এমনকি ঈদের দিন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করবেন এবং রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া ছুটিকালীন কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা কার্যক্রম ও জনস্বার্থ ঈদের আগে ও পরে ছুটি মঞ্জুর করতে হবে। 

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ঈদুল-উল-ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটির কারণে দীর্ঘ ছুটি হতে পারে। এই সময়ে দেশের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে ছুটিকালীন সময়ে দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিছুতেই ব্যাহত না হয়।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন