অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নৌকা থেকে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলের নাম ইয়াছিন মিয়া (৪৫)। তিনি ইটনা সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের মো. করম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে মাছ ধরতে নৌকা নিয়ে হাওরে যান ইয়াছিন। সকাল ৮টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় ইয়াছিন নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস ও স্বজনদের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুপুর ১২টার দিকে ইয়াছিনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী।