Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

তৃতীয়বারের মতো স্থগিত হলো নগরকান্দা আওয়ামী লীগের সম্মেলন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

তৃতীয়বারের মতো স্থগিত হলো নগরকান্দা আওয়ামী লীগের সম্মেলন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন তৃতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল জেলা পরিষদ হলরুমে সম্মেলন হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামীকাল বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকী। তাই সম্মেলন স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনাসাপেক্ষে সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এর আগে ১২ সেপ্টেম্বর সম্মেলন হওয়ার কথা ছিল। তার আগে ২০১৮ সালে ঘোষণার পরও সম্মেলন স্থগিত করা হয়েছে। সর্বশেষ ২০১২ সালের ২৩ ডিসেম্বর নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। 

সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব জামাল হোসেন মিয়া বলেন, ‘সম্মেলন সফল করার সব প্রস্তুতি আমরা নিয়েছিলাম। প্রয়াত নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকী ও সম্মেলন একই দিন হওয়ায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, ‘গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার আমাদের দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিনে সম্মেলন না করে তা স্থগিত করায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের ধন্যবাদ জানাই। সম্মেলন স্থগিতের চিঠি আমরা হাতে পেয়েছি।’ 

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার