দোহার ও নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ কর্মবিরতিতে যাওয়ার পর এখন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (৭ আগস্ট) দোহারের জয়পাড়া বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন তাঁরা। এদিন বেলা সাড়ে ১১টায় জয়পাড়া কলেজ মোড়, জয়পাড়া বাজার ও নবাবগঞ্জ বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।
জয়পাড়া কলেজ মোড়ে দেখা যায়, কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। সেখানে দায়িত্ব পালনকারীরা বলেন, ‘আমরা গতকাল সকালে বাসায় ফেরার সময় দেখলাম দোহার নবাবগঞ্জে কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে চতুর্দিকে একধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তাই আজকে আমরা কয়েকজন মিলে চার রাস্তায় দায়িত্ব নিয়েছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে, আমরা সেটুকু পালন করছি।’
সেখানে দায়িত্ব পালন করা আরেক শিক্ষার্থী বলেন, ‘গাড়ির শৃঙ্খলা ফেরাতে আমরা এখানে দায়িত্ব পালন করছি। এ ছাড়া আমাদের বিকল্প আরেকটি গ্রুপ প্রস্তুত আছে, তারা বেলা ৩টার পর দায়িত্ব গ্রহণ করবে।’
একইভাবে দোহার নবাবগঞ্জের বাজার মোড়েও কয়েকজন শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায়।