মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাড়ির ধাক্কায় অটোরিকশা সড়কের পাশে উল্টে পড়ে এক আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার মালখানগর-ইছাপুরা সড়কের কাকালদি কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. কামাল শেখ (৫৫)। তিনি পেশায় কৃষক। তিনি টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সলিমপুর গ্রামের মৃত মমিন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কৃষক কামাল শনিবার ভোরে অটোরিকশায় করে টমেটো নিয়ে ঢাকার একটি পাইকারি আড়তে যাচ্ছিলেন। পথে একটি গাড়ির ধাক্কায় অটোরিকশাটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কামাল মারা যান। সেখানে অটোচালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। অটোচালকের খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, ধাক্কা দেওয়া অজ্ঞাত গাড়িটির খোঁজে গেছেন অটোচালক।’