গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর একটি কলোনিতে আগুনে ৪০টি ঘর পুড়ে গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। মহানগরীর নলজানির এলজিইডি ভবনের পেছনে বশির সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসী জানায়, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বশির সড়ক এলাকায় মারুফ ইসলাম রুবেলের মালিকানাধীন টিনশেড কলোনিতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকাটি ঘনবসতি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাদের এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমাদের চারটি ইউনিট সেখানে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা ভাড়া থাকেন। আগুনে ৪০টির মতো সেমি পাকা টিনশেড ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।