হোম > সারা দেশ > ঢাকা

শনিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বেনজীরের সাভানা পার্ক

গোপালগঞ্জ প্রতিনিধি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক আগামীকাল শনিবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। রিসিভারদের ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। 

ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য গঠিত কমিটির সদস্যসচিব ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।  

মশিউর রহমান জানান, আজ শুক্রবার রাতে দুদক গঠিত ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি কমিটির সদস্যদের সমন্বয়ে জেলা প্রশাসনের বাংলোতে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সাভানা পার্ক। এতে দর্শনার্থীরা আগের মতই ১০০ টাকায় টিকিট কেটে পার্কে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের রাইডও খুলে দেওয়া হবে। তবে পার্কে রাত্রিযাপনের কটেজগুলো বন্ধ থাকবে। 

তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত রিসিভারদের সার্বিক ব্যবস্থাপনায় পার্কটি চলবে। তবে দুদকের গঠিত ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি কমিটির সদস্যরা পার্কের তদারকি ও রিসিভারদের সহযোগিতা করবেন। 

উল্লেখ্য, গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দেয় সাভানা পার্ক কর্তৃপক্ষ। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণে নেয় গোপালগঞ্জের জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক  ও দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালককে সদস্যসচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন।

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন