Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অটো রাইস মিলের হুপার ভেঙে ৩ শ্রমিক নিহত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অটো রাইস মিলের হুপার ভেঙে ৩ শ্রমিক নিহত

টাঙ্গাইলের গোপালপুরে অটো রাইস মিলের হুপার ভেঙে ৩ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল নামক স্থানে একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। 

নিহতরা হলেন-কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৮), একই জেলার গারাহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে ওই অটো রাইস মিলে নতুন হুপার সংযোজন করা হয়। সেখানে রাতের শিফটে ৬ শ্রমিক কাজ শুরু করেন। পরে রাত ৯টার দিকে বিকট শব্দে প্রায় এক হাজার মন বস্তাভর্তি চালসহ হুপার ভেঙে পড়ে। এ সময় কর্মরত শ্রমিকেরা হুপারের নিচে চাপা পড়েন। 

অটো রাইস মিলের হুপার ভেঙে পড়ে যাওয়ায় শ্রমিক নিচে চাপা পড়েনগোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

ওসি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন