টাঙ্গাইলের গোপালপুরে অটো রাইস মিলের হুপার ভেঙে ৩ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল নামক স্থানে একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
নিহতরা হলেন-কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৮), একই জেলার গারাহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে ওই অটো রাইস মিলে নতুন হুপার সংযোজন করা হয়। সেখানে রাতের শিফটে ৬ শ্রমিক কাজ শুরু করেন। পরে রাত ৯টার দিকে বিকট শব্দে প্রায় এক হাজার মন বস্তাভর্তি চালসহ হুপার ভেঙে পড়ে। এ সময় কর্মরত শ্রমিকেরা হুপারের নিচে চাপা পড়েন।
ওসি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’