কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল)
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে জোড়া গোল করেন বাংলাদেশের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। এ নিয়ে গতকাল থেকে সারা দেশের মতো তাঁর গ্রামেও চলছে জয়োল্লাস।
কিন্তু মেয়ের খেলা দেখতে পারেননি তাঁর মা নমিতা রানী। খেলা শেষে ছেলে পলাশ সরকারের মোবাইল ফোনে জয়ের কথা জেনে আনন্দিত হয়েছেন তিনি। বাবা খেলা দেখেছেন পাশের গ্রামে।
কৃষ্ণার গ্রামে গিয়ে কথা হয় তাঁর পরিবারের সঙ্গে। তাঁর মা নমিতা রানী সরকার বলেন, ‘বিদ্যুৎ না থাকায় খেলা দেখতে পারিনি। খেলা শেষে ছেলের মোবাইল ফোনে জয়ের কথা জেনে খুবই আনন্দিত হয়েছি। আমার মেয়ের ফুটবল খেলা নিয়ে যারা একসময় কটাক্ষ করত, তারাই এখন অভিনন্দন জানাচ্ছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
বিদ্যুৎ না থাকার বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম মাজহারুল ইসলাম বলেন, ‘এখানে বিদ্যুতের ইউনিট কম পাওয়া যায়। তাই মাঝে মাঝে এলাকাভিত্তিক সরবরাহ বন্ধ রাখতে হয়। সে কারণে হয়তো ওই এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল।’