নরসিংদীর রায়পুরায় একটি বেসরকারি স্কুলের আলমারির তালা ভেঙে এসএসসি সার্টিফিকেট চুরি করেছে দুর্বৃত্তরা। আলমারি থেকে টাকাও চুরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
শনিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুরে ‘এম এফ আইডিয়াল হাই স্কুলে’ এ চুরির ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষক এস এম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান শিক্ষকের দাবি করে বলেন, ‘তালা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে চোর। তারা আলমারি থেকে ৫৮টি এএসএসি সার্টিফিকেট এবং ড্রয়ার থেকে ১৭ হাজার ৩০০ টাকা চুরি করেছে। এ ছাড়া স্কুলের জরুরি কাগজপত্রও নিয়ে গেছে চোর।’
বিপ্লব আরও বলেন, ‘সকালে স্কুলের দপ্তরির মাধ্যমে জানার পর শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি ফোনে জানিয়েছি। এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’