ঈদের আগে ও পরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে লঞ্চে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পারাপার করতে হবে বলে জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। আজ শুক্রবার দুপুরে শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, ঈদ সামনে রেখে নৌরুটে ঘরমুখো মানুষের চাপ রয়েছে। নৌরুটে ৮৭টি লঞ্চ যাত্রী পারাপার করছে। তবে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। মাদারীপুরের জেলা প্রশাসক আজ বাংলাবাজার ঘাট এলাকা ঘুরে দেখেছেন।
ড. রহিমা খাতুন বলেন, ঈদে নির্বিঘ্নে যাত্রীদের ঘরে ফেরা নিশ্চিত করতে বাংলাবাজার ঘাটে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সঙ্গে ভ্রাম্যমাণ আদালতও কাজ করছেন। অপরদিকে, লঞ্চে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা মানছে না, তাদের জরিমানা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। যেহেতু স্পিডবোটের চালকদের কোনো লাইসেন্স নেই, সেহেতু নৌরুটে স্পিডবোট চলবে না।