হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থান শিক্ষার্থীদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক ধরে ২ নম্বর রেলগেট অভিমুখে যাত্রা করে। 

এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হন। তবে আজ শহরে কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। 

গতকাল শুক্রবার রাতে আজ শনিবার বিক্ষোভ ও পরদিন রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দেয় কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের মোর্চা-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

শুক্রবার রাত ৮টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমে এক বিবৃতি পাঠান। একই সঙ্গে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেন। আন্দোলনের সব সমন্বয়ক এ বিষয়ে ওয়াকিবহাল কি না জানতে চাইলে মাহিন হোয়াটসঅ্যাপ মেসেজে জানান, ‘সবাই ওয়াকিবহাল আছেন।’ 

বিবৃতিতে উল্লেখ করা হয়, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য