Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পাউবোর দুই কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাউবোর দুই কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নকশাবহির্ভূত কাজ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ এ মামলা করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার আসামিরা হলেন—খুলনার মেসার্স আমিন অ্যান্ড কোংয়ের স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতক্ষীরা উপ-বিভাগ-২ পরিচালন ও রক্ষণাবেক্ষণ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া ফেরদৌস ও উপ-সহকারী প্রকৌশলী অনি দাস। 

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কনস্ট্রাকশন অব ড্রেনেজ কাম ফ্লাশিং রেগুলেটর ২ ভেন্ট অন কুলুটিয়া খাল প্রকল্পে নকশাবহির্ভূতভাবে ছয় মিটারের শিট পাইলের স্থলে তিন মিটার শিট পাইল ব্যবহার করে। এতে আসামিরা সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। পরে কমিশন থেকে মামলার অনুমোদন দিলে মামলাটি দায়ের করা হয়। তদন্তের সময় অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়। 

এর আগে গত ১৪ মে প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ পেয়ে দুদকের একটি দল অভিযান চালায়। এ সময় অভিযোগের সত্যতা পান অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, হাতহাতি

মাদকের মামলায় খালাস পেলেন মডেল পিয়াসা

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নারী-পুরুষের সমতা ত্বরান্বিত করার আহ্বান উপদেষ্টা ফরিদা আখতারের

নারায়ণগঞ্জে অটোচালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শরীয়তপুরে জয়ন্তী নদী থেকে মা-শিশুর লাশ উদ্ধার

সিকদার গ্রুপের পরিবারের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীকে তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিককে মারধরের অভিযোগ

হামলা-ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের ফ্ল্যাট ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ