হোম > সারা দেশ > ঢাকা

ধান গবেষণা ইনস্টিটিউটের ৬ লাখ টাকাসহ ৩ চোর গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে চুরি করা টাকাসহ গ্রেপ্তার আন্তজেলা চোর চক্রের তিন সদস্য। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির মামলায় আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ২ ফেব্রুয়ারি গভীর রাতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের অফিস ভবনের গেটের তালা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার কক্ষের আলমারি ভেঙে ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরদিন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রোমেল বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।

ওসি আরও জানান, ৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সেখানকার মৌসুমি শ্রমিক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের নাজমুল মাতুব্বরকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি জেলার বলিপাড়া গ্রামের আতাউর রহমান রাজুকে (৪০) তাঁর বাড়ি থেকে এবং খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের তাতকুপ্পা এলাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের মো. হাবিব শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

তুরাগে চুলার আগুনে বস্তির চারটি ঘর পুড়ে ছাই

সন্তানের সঙ্গে ‘নিষ্ঠুর আচরণ’: সাভার থেকে ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছোট বোন

সাভারে দাওয়াত খেতে গিয়ে বান্ধবীর স্বামীর ধর্ষণের শিকার তরুণী

দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে শিগগির অভিযান: ডিএনসিসি প্রশাসক

এক ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

জবির ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাসে স্মারকলিপি

টঙ্গীতে জুতার গুদামে আগুন

খেয়াঘাট ইজারা নিতে ইউপি সচিবকে জিম্মি করে সই, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফরিদপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা