মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি থেকে আরও একটি ট্রাক উদ্ধার করেছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা। আজ রোববার ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া।
তিনি বলেন, ‘বুধবার একটি ট্রাক ও একটা কাভার্ড ভ্যান উদ্ধার করা গেলেও শুক্রবার আর শনিবার কোনো যানবাহন উদ্ধার করা যায়নি। গতকাল শনাক্ত করা ট্রাক আজ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত নয়টি যানবাহনের মধ্যে চারটি উদ্ধার করা হলো।’
আব্দুল হামিদ মিয়া আরও বলেন, ‘বাকি পাঁচটি ট্রাক উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা। আজ আরও একটি উদ্ধার জাহাজ আসবে। ওই জাহাজের পানির নিচে স্ক্যান করার সক্ষমতা রয়েছে।’
আরও পড়ুন: