ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬-এর ওপর দিয়ে ৫১টি ভবনে টানা হয়েছে ইন্টারনেট ও ডিস সংযোগের কেব্ল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব কেব্ল বা তার সরিয়ে নিতে কেব্ল অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে ডিএমটিসিএল। নির্দিষ্ট সময়ের মধ্যে না সরালে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে চিঠিতে।
গতকাল বৃহস্পতিবার কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বরাবর চিঠি দিয়েছেন এমআরটি-৬-এর প্রকল্প পরিচালক মো. আফতাব উদ্দিন তালুকদার। চিঠিতে মেট্রোরেলের রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা বিভিন্ন ভবনের কেব্ল টিভি লাইন (ডিস লাইন) ও ইন্টারনেটের তার ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, এমআরটি লাইন-৬ এখন শুক্রবার ছাড়া প্রতিদিন নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত বাণিজ্যিকভাবে নিয়মিত ট্রেন চলছে। ঢাকা মহানগরীর জনসাধারণ নিরাপদে, স্বচ্ছন্দে ও স্বল্প সময়ে মেট্রোরেলে যাতায়াতের সুফল ভোগ করছেন। এখন প্রতিদিন গড়ে ২ লাখ ৯০ হাজার যাত্রী মেট্রো ট্রেনে যাতায়াত করছেন।
চিঠিতে ইন্টারনেট ও ডিস কেব্ল অপসারণের বিষয়ে বলা হয়েছে, এমআরটি লাইন-৬-এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে বিভিন্ন ভবনে কেব্ল টিভি লাইন (ডিস লাইন) ও ইন্টারনেটের কেব্ল সংযোগ দেওয়া হয়েছে। প্রাথমিক সার্ভেতে দেখা গেছে, প্রায় ৫১টি ভবনে বর্তমানে এ ধরনের সংযোগ দেওয়া হয়েছে। এতে যেকোনো মুহূর্তে কেব্ল ছিঁড়ে উচ্চক্ষমতাসম্পন্ন মেট্রোরেলের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপরে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি।
এই অবস্থায় ইন্টারনেট ও ডিস কেব্ল অপসারণের অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে ডিএমটিসিএলের পরিচালনাধীন এমআরটি লাইন ৬-এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা বিভিন্ন ভবনের কেব্ল টিভি লাইন ও ইন্টারনেটের কেব্ল আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষ অনুরোধ করা হলো। অন্যথায় ডিএমটিসিএল জনস্বার্থে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।