ভোট চলাকালীন কেন্দ্রের মধ্যে বসেই নাশতা করলেন এক কাউন্সিলর পদপ্রার্থী। শাহজালাল বাদল নামের ওই প্রার্থী আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুর হোসেনের ভাতিজা। তিনিই এত দিন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করে আসছিলেন। এবার ঠেলাগাড়ি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় শেখ মরতুজা আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁকে নাশতা করতে দেখা যায়। এ সময় তিনি একটি চেয়ারে বসে আরেকটি চেয়ারে খাবার রেখে খাচ্ছিলেন। তাঁর পাশে একজন পুলিশ সদস্য এবং কয়েকজন কর্মীকেও দেখা যায়।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থীর কেন্দ্র পরিদর্শনের অনুমতি থাকলেও কেন্দ্রে দীর্ঘক্ষণ অবস্থান করার সুযোগ নেই। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা জানান, তাঁকে একাধিকবার কেন্দ্র ত্যাগ করতে বলা হলেও তিনি যাননি। অবশ্য এই প্রতিবেদক কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পর তিনি কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাশরুর জামান আজকের পত্রিকাকে এ প্রসঙ্গে বলেন, ‘তাঁকে বেশ কয়েকবার বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট এসে তাঁকে একবার ওয়ার্নিংও দিয়ে গেছেন। তিনি পরিদর্শনে আসতে পারেন, কিন্তু এখানে বসে খাওয়া-দাওয়া, চা-নাশতা করার এখতিয়ার তো তাঁর নেই। এটা আমাদের দৃষ্টি এড়ায়নি। ম্যাজিস্ট্রেটও বলেছেন, আরেকবার এসে তাঁকে দেখা গেলে জেল-জরিমানা বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’