অনলাইন ডেস্ক
কোটাবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রিয়জন হারিয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অনেকে আবার আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মত্যাগের দৃষ্টান্তে উদ্বুদ্ধ হয়ে আমেরিকান ওয়েলনেস সেন্টার (এডব্লিউসি) শিক্ষার্থীদের জন্য চালু করেছে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা। এখন থেকে যে কোনো শিক্ষার্থী পরিচয়পত্র দেখিয়ে বিনা খরচে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
বর্তমানে যেসব শিক্ষার্থী উত্তপ্ত রোদে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন, তাঁদের জন্য এডব্লিউসি বিনা মূল্যে তাৎক্ষণিক চিকিৎসা সেবা, খাবার পানি, স্যালাইন ও শুকনো খাবার দিচ্ছে।
এ ছাড়া তাঁদের স্বাস্থ্যগত যে কোনো সমস্যায় এডব্লিউসির বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও মানসিক পরামর্শ দেবেন।
স্বাস্থ্য সমস্যায় যোগাযোগ করুন:
আমেরিকান ওয়েলনেস সেন্টার, ইসলাম টাওয়ার (২য় ও ৩য় তলা), ১০২ শুক্রাবাদ বাসস্ট্যান্ড, ঢাকা ১২০৭, ফোন: ০১৭৫৩৪৬১৮৫৭, ০৯৬৬৬৭৪৭৪৭০।