হোম > সারা দেশ > রাজবাড়ী

৩৫ কেজির পদ্মার বাগাইড় বিক্রি হলো ৪৫ হাজার টাকায়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বাগাইড় মাছ। পরে মাছটি ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। 

আজ শনিবার দুপুর ১টার দিকে গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীর মোহনায় উপজেলার অন্তারমোড় এলাকার জেলে আব্দুল খালেক মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট এলাকার দুলাল মৎস্য আড়তে দুপুর ২টার দিকে বিক্রির জন্য আনা হয়। সেখান থেকে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধা ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। 

মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধা বলেন, বাগাইড় মাছটি সরাসরি জেলে আব্দুল খালেক মোল্লার কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনেছি। পরে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৫০ টাকা লাভে মাছটি ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। 

জেলে খালেক মোল্লা বলেন, আমরা সকালে মাছ ধরতে নদীতে যাই। দুপুরে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি। 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এমন বড় মাছ এখন খুব একটা দেখা যায় না। অবশ্য ইদানীং নদীতে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে। এই মাছের স্থায়ী অভয়াশ্রয় করা গেলে এমন মাছ আরও বেশি পাওয়া যেত।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা