Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে গায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি

কালিয়াকৈরে গায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা টাঙ্গাইলের মির্জাপুরে একটি গায়েহলুদের অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন।

নিহত দুজন হলেন উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন হৃদয় (২৬) ও তাঁর স্ত্রী তানজিম বকশী (২১)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আসিফ ও তাঁর স্ত্রী তানজিম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় এক আত্মীয়ের গায়েহলুদের অনুষ্ঠানে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির বাস তাঁদের দুজনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

নাওজোর হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি