হোম > সারা দেশ > ঢাকা

পরীমণিকে নিয়ে হেফাজতে উত্তেজনা, হারল্যান স্টোরের উদ্বোধন স্থগিত

টাঙ্গাইল প্রতিনিধি 

পরীমণি। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে একটি অথেনটিক কসমেটিকস দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণির আসার কথা ছিল। এ নিয়ে তাঁর ভক্তরা উচ্ছ্বাসে মাতলেও বাদ সাধেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতাসহ কিছু মুসল্লি। পরে তাঁদের চাপের মুখে দোকানের মালিক শোরুম উদ্বোধন স্থগিত করেছেন।

আজ শনিবার বেলা সাড়ে ৩টায় উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটি উদ্বোধনের কথা ছিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার এলেঙ্গা টিন মার্কেটে কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনে চিত্রনায়িকা পরীমণির অংশ নেওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানের প্রচারণা ১৫ দিন ধরে চলছিল। তবে কয়েক দিন ধরে স্থানীয় মুসল্লিরা পরীমণির আগমনকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা শুরু করেন।

চিত্রনায়িকা দিয়ে শোরুমের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ব্যাপারে থানা-পুলিশ ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা। এ ছাড়া শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে পরীমণির আগমন ঠেকানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা হয়। ফলে শোরুমটির উদ্বোধনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তাপ ছড়িয়ে পড়ে। এতে ধর্মপ্রাণ মানুষের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।

শোরুমের মালিক মীর মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণির থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হচ্ছিল। হেফাজতে ইসলামের নেতারা আন্দোলন করেছিলেন। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন। পরীমণি এলে রক্তের বন্যা বয়ে যাবে বলেও ঘোষণা দেন তাঁরা।’

তিনি বলেন, ‘বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা (মুফতি সুলাইমান হাবিব) আমাকে ফোন করেন। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা-পুলিশ আমাদের শোরুম উদ্বোধনী কার্যক্রম বন্ধ রাখতে বলেছে। পরে কোম্পানির সঙ্গে কথা বলে স্থানীয়দের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছি।’

মুফতি সুলাইমান হাবিবের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

এ বিষয়ে কথা বলতে হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল জেলা শাখার নেতা ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

তবে নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, ‘এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারল্যান শোরুম উদ্বোধন করার জন্য একজন চিত্রশিল্পী (পরীমণি) আসার কথা ছিল। এ নিয়ে আলেম-ওলামা ও স্থানীয় মুসল্লিদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। সকালে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসউদ (মাসুদ) ভাইয়ের সঙ্গে কথা বলি। মাসউদ ভাই সবার সম্মান রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রোগ্রাম স্থগিত করেন।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘শোরুমের উদ্বোধন ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার শুরু হয়েছিল। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষ উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছে।’

মেয়ে নিখোঁজ ৫ দিন, ভাইরাল ভিডিওতে রক্তাক্ত তরুণীকে দেখে অজ্ঞান বাবা

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ৬ দিনের রিমান্ডে

হল-মার্কের অর্থ পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো এস কে সুরকে

মেঘনায় মিলল নিখোঁজ চালকের হাত-পা বাঁধা লাশ

সিরাজদিখানে ৭ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

সিরাজদিখানে হামলায় আহত সৌদিপ্রবাসীর ১২ দিন পর মৃত্যু

সালমান এফ রহমান আবার তিন দিনের রিমান্ডে

সালমান-আনিসুলসহ গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে নতুন মামলা

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আলাদা ভর্তি

সেকশন