বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের দ্বিতীয় দিনে আজ সোমবার রাজধানীর গুলিস্তানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ২টা ৫ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
অগ্নিকাণ্ডের শিকার যাত্রীবাহী বাসটি বিকল্প পরিবহনের। বাসটি মিরপুর-যাত্রাবাড়ী রুটে চলাচল করে।