Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, ২৩ শ্রমিক আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, ২৩ শ্রমিক আটক
গাজীপুরে শ্রমিক আন্দোলন। ফাইল ছবি

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় বেক্সিমকো ও লোডিং গ্রুপের শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ও সড়ক অবরোধ চলাকালীন বিভিন্ন কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে মহানগরের বিভিন্ন এলাকা থেকে আটক করার পর আজ মঙ্গলবার সকালে তাঁদের মহানগরের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ, উত্তর) মো. আকবর আলী খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের কোনো নিরপরাধ ব্যক্তি আছে কিনা তা যাচাই করা হচ্ছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অক্টোবরের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক কারখানার শ্রমিকেরা। তারা প্রতিদিন কারখানা খোলার সময় সড়ক অবরোধ করে এবং রাতে অবরোধ রাতে। তা ছাড়া একই এলাকার ডোরির গ্রুপের তিনটি কারখানা গত সোমবার সকালে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ কারণে ওই কারখানার শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে।

সূত্র আরও জানায়, আজ মঙ্গলবার দুই কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে নিজেদের মধ্যে কথা-কাটাকাটির জেরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের ঘটনার ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকেরা একটি পোশাক কারখানায় আগুন দেয়। দিনভর আন্দোলন শেষে গতকাল রাত ১১টার দিকে শ্রমিকেরা চন্দ্র নবীনগর সড়কের অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর অভিযানে নামে যৌথ বাহিনী। রাতভর অভিযান চালিয়ে মহানগরীর কাশিমপুর থানা এলাকা থেকে ২৩ জনকে আটক করে।

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মুন্সিগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা ইমন হাসান গ্রেপ্তার

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

২০ ভবঘুরে নিয়ে সাবেক এমপির ভবনে উঠলেন ‘সমন্বয়ক’

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭