হোম > সারা দেশ > ঢাকা

সন্তানের ছবি নিয়ে রাস্তায় ঘুরছেন দিনমজুর দম্পতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগের ধউর এলাকা থেকে নিখোঁজ হন মিরাজ (১৯)। বুদ্ধিপ্রতিবন্ধী এই সন্তানকে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরছেন বাবা-মা। 

আজ থেকে ঠিক ১৬ দিন আগে নিখোঁজ হন মিরাজ। এরপর থেকে বিভিন্ন স্থানে হন্যে হয়ে ঘুরছেন বাবা কালাম শেখ ও মা মিনা আক্তার। এ ঘটনায় গত ৮ জুলাই তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কালাম। ডায়েরি নম্বর ৩৯৯। 

কালাম শেখ দিনমজুর। গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার বিলখেতুপাড়া গ্রামে। অভাব অনটনের কারণে প্রায় এক যুগ আগে বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। দিনমজুরের কাজ করে কোনো রকম দিনাতিপাত করেন এবং প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা করান। কিন্তু সন্তানের অবস্থার কোনো উন্নতি হয়নি। 

আজ শনিবার দুপুরে আব্দুল্লাহপুর-নবীনগর সড়কের বেড়িবাঁধ এলাকায় এই দম্পতির সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাঁরা জানান, গত ৬ জুলাই রাতে ধউর এলাকায় তাঁদের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মিরাজ। পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি নিজেদের মতো করে সন্তানের ছবি হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন আর খুঁজছেন। 

এদিকে সন্তানের খোঁজে নানা স্থানে ঘুরে গিয়ে কোনো কাজ করতে পারেননি কালাম। হাতের টাকাও শেষ হয়ে এসেছে। সন্তানের খোঁজে ছুটে চলা এই বাবা-মা সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে বলেছেন, মিরাজের সন্ধান পেলে পুলিশের সঙ্গে যেন যোগাযোগ করা হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য