Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঘিওরে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ঘিওরে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে ডিউটিরত অবস্থায় রফিকুল ইসলাম (৪৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঘিওর থানায় এ ঘটনা ঘটে।

ঘিওর পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল রফিকুল ইসলাম রাত ৮টা থেকে থানার অফিস গেটে দায়িত্ব পালন করছিলেন। রাত ১০টা পর্যন্ত ছিল তাঁর দায়িত্ব পালনের সময়।

সেখানে দায়িত্ব পালন শুরুর কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রফিকুল। পরে তাঁকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। রফিকুল ইসলাম ২ সন্তানের জনক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। হঠাৎই তাঁর ডায়াবেটিস শূন্য হওয়ায় তিনি মারা যান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, থানায় দায়িত্ব পালনকালে রাত সোয়া ৮টার দিকে কনস্টেবল রফিকুল অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাঁদের নির্দেশে রফিকুল ইসলামের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

কোটালীপাড়ায় ১০ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর