হোম > সারা দেশ > ঢাকা

২ মাস আগে প্রেমের বিয়ে, স্বামীর লাশ ঝুলছিল ফ্যানে, স্ত্রী জানালার গ্রিলে

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন-জোবায়ের হোসেন বিপুল (২৭) ও স্ত্রী মনিষা আক্তার (১৮)।

আজ শনিবার দুপুর ১টার দিকে রামপুরার চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এলাকায় বাসার ৩ তলা থেকে মরদেহ উদ্ধার করে রামপুরা থানা-পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

জোবায়েরের বাড়ি পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে। মনিষার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। বাবার নাম হোসাইন ব্যাপারী। তারা রামপুরার চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এলাকার বাসায় ভাড়া থাকত।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাছেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে রামপুরার ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ভেতরে ঢুকে দেখা যায়, জোবায়ের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ও স্ত্রী মনিষা জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, জানতে পেরেছি তারা দুইমাস আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। জোবায়েরের রামপুরায় মোটরসাইকেল মেরামতের দোকান ছিল। ওই বাসায় তারা দুজন ভাড়া থাকতো। জোবায়ের রাতে তার এক বন্ধুর মোবাইলে কার কাছে কত টাকা পাবে এবং ব্যাংক ও বিকাশের পিন নম্বর পাঠায়। সকালে মোটর গ্যারেজের এক কর্মচারী বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করে। পরে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় তারা ঘরের ভেতরে ঝুলছে। পরে থানায় খবর দেয়।

ধারনা করা হচ্ছে, পরিবারিক কলহের জের ধরে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেন এই পুলিশ কর্মকর্তা।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য