হোম > সারা দেশ > ঢাকা

গিনেস বুকে নাম ওঠার আগেই মারা গেল রানি

প্রতিনিধি, সাভার

বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে রানি এরই মধ্যে দেশে–বিদেশে আলোচনায় এসেছে। অপেক্ষা ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠার। কিন্তু তার আগেই মারা গেল রানি। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন খামারের প্রাণী চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল। 

সাভারের আশুলিয়া চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড–এর মালিকানায় থাকা রানিকে নিয়ে গণমাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল।

গিনেস বুকের পূর্বের তথ্য বিশ্লেষণ করে সহজেই অনুমান করা যায়, বক্সার ভুট্টি জাতের এই রানিই গিনেজ বুকে নাম ওঠাতে যাচ্ছে সবচেয়ে ছোট গরু হিসেবে। মালিকানায় থাকা শিকড় এগ্রো সে হিসেবে আবেদনও করেছিল। সবকিছু ঠিক থাকলে দেড় মাসের মাথায় মিলত আনুষ্ঠানিক স্বীকৃতি। কারণ আবেদন করার পর তিন মাস সময় চেয়েছিল গিনেস বুক কর্তৃপক্ষ। এরপর দেড় মাস যেতে না যেতেই রানি চলে গেল। 

খামারের প্রাণী চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, বুধবার (১৮ আগস্ট) থেকেই রানির চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থা বেগতিক হওয়ায় সকালে তাকে সাভারের প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যায় রানি। 

সাভার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আবদুল মোতালিব বলেন, আজ বেলা দেড়টার দিকে আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মের গরু রানিকে আমাদের কাছে আনা হয়। কিছুদিন আগে গিনেস বুকে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ। গরুটি গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। গরুটির পেট ফোলা ছিল। এখানে আনার পরে আমাদের ভেটেরিনারি সার্জনেরা চিকিৎসা দেন। এরপরেও কোনো উন্নতি হয়নি। ২টার দিকে গরুটি মারা যায়। 

শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি কথা বলতে রাজি হননি। যদিও গরুটি মারা যায়নি বলে দাবি করেন তিনি। 

উল্লেখ্য, গিনেস বুকে নাম লেখানোর জন্য ২ জুলাই আবেদন করে ফার্ম কর্তৃপক্ষ। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির ওজন ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল ২ বছর। গিনেস বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে ছোট গরুটি ছিল ভারতের কেরালায়। ৪ বছর বয়সী ওই গরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ৪০ কেজি। তবে আনুষ্ঠানিক স্বীকৃতির আগে মারা যাওয়ায় রানি নাম রেকর্ডে উঠবে কি–না তা অনিশ্চিত।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য