Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ৪ আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

জাবি প্রতিনিধি 

জাবিতে ৪ আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারটি আবাসিক হলের নাম প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুটি ছাত্র এবং দুটি ছাত্রী হল।

গতকাল সোমবার (১৭ মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত ৩টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহর করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

উপাচার্য বলেন, ‘আপাতত এই হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয়েছে। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ৬ নম্বর ছাত্র হল, শেখ রাসেল হলের নাম হবে ২১ নম্বর ছাত্র হল, শেখ হাসিনা হলের নাম হবে ৬ নম্বর ছাত্রী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ১৬ নম্বর ছাত্রী হল।’

তবে হলগুলোর নাম নতুন করে নির্ধারণ করার জন্য ইতিমধ্যে অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।

সাভারে মধ্যরাতে বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

দেশ তামাকমুক্ত করতে কড়া নিয়ন্ত্রণ আইনের দাবি

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

সাবেক এমপি মৃণাল কান্তি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

শহরের বাসযোগ্যতা বিপন্ন করতে এখনো ষড়যন্ত্র চলছে: বিআইপি সভাপতি

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা

মাদারীপুরে ট্রিপল মার্ডার: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

এতিমের বরাদ্দসহ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সমাজসেবা কর্মকর্তার নামে দুদকের মামলা

পল্লবীতে ১৬ জন মিলে নারী ‘সাংবাদিককে’ টেনে হিঁচড়ে নির্মাণাধীন ভবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

রাজধানীর অলিগলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে: ডিএমপি কমিশনার