হোম > সারা দেশ > ঢাকা

আউটসোর্সিং কর্মীদের রাস্তা অবরোধ, শাহবাগ এলাকায় তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখছেন। অবরোধের ফলে সায়েন্সল্যাব-কাঁটাবন মোড়, মতিঝিল-ফার্মেগেট-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। 

মাহমুদ হোসেন নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সকাল মোহাম্মদপুর থেকে মতিঝিলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আন্দোলনের ফলে জ্যামে আটকে থাকার পর এখন হাঁটতেছি। দেখি কেমনে যাওয়া যায়।’

হিজবুল্লাহ নামের এক আন্দোলনকারীর কাছে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবস্থায় আছি। আমাদের জাতীয়করণ করতে হবে। আর কোনো কথা নেই। আমাদের এক দফা। এই এক দফা মানতে হবে। এক দফা না মানা পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না।’

আন্দোলনের ফলে শাহবাগ এলাকায় যানজট ও দুর্ভোগের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের অবরোধের ফলে যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য