টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আখ চুরির অপবাদে এক শিশুকে (১২) গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মারধরের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার আড়িয়ল ইউনিয়নের পূর্ব নিতীরা গ্রামে শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার শিশুর চাচা আলমগীর সর্দার বাদী হয়ে মামলা করেন।
মারধরের শিকার শিশুর নাম মো. সিয়াম (১২)। সে উপজেলার সোনারং গ্রামের টুটুল সরদারের ছেলে। মা-বাবার বিচ্ছেদের পর বাবা তাকে নিজের কাছে রাখেনি। মা অন্যত্র বিয়ে করাই নানা বাড়িতে মো. মন্নান শেখের কাছে থাকত সে। নিতীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র সে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. করিম মাতবর (৬০)। তিনি ওই গ্রামের মৃত শামসুল মাতবরের ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার তিন কিশোর মো. করিম মাতবরের খেতের আখ না জানিয়ে খেয়ে ফেলে। এ ঘটনায় চুরির অপবাদ দিয়ে একই গ্রামের সিয়ামের দুই হাত গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে লাঠি দিয়ে মারধর করেন তিনি। প্রায় ৪ মিনিট এই নির্যাতন চলে।
সিয়ামের চাচা আলমগীর সর্দার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাতিজা এতটুকু শিশুকে আম গাছের সঙ্গে ঝুলিয়ে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোহেব আলী জানান, শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় করিম মাতবর নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।