হোম > সারা দেশ > ঢাকা

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। ফাইল ছবি

মাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক। তাঁর অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তাঁর পরিবার।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে মাথায় আঘাতজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াকের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করানো হয় তাঁকে।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক সংবাদমাধ্যমকে বলেন, ‘উনি সুস্থই ছিলেন। দুপুর সোয়া ২টার দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকাও তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে (রমনায়) যান। আনুমানিক ২টা ৪০ মিনিটে সেখানে দাঁড়িয়ে কথা বলার সময় তিনি পড়ে যান।’

বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। কিছুক্ষণ আগে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ তম উপাচার্য ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়