Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ১২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ১২

গাজীপুরের শ্রীপুরে কাজ শেষে ভাড়াবাড়িতে ফেরার পথে ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। আজ শনিবার ভোরে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কুদ্দুস। তিনি বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাম্প ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

নিহত নির্মাণ শ্রমিকেরা হলেন সুনামগঞ্জের দুলুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) ও তাঁর মেয়ের জামাই আবু সুফিয়ান (২৫)। 

আহত শ্রমিকেরা হলেন সুনামগঞ্জের মো. রাসেল (৫২), পারভীন (৫২), আলমগীর (১৬), সূর্যত (২৮), মো. নূরুল ইসলাম (২০), লাল মিয়া (৪০), আবু হানিফা (২০), আবু সুফিয়ান (২৫), আমির মিয়া (৫৫), এরশাদ (২৫) ও ময়মনসিংহের গৌরীপুর থানার বীর আহাম্মদপুর গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে মো. শাহজাহান (২৮) ও কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার শহিদুল্লার ছেলে খায়রুল ইসলাম (২০)। 

নিহত নির্মাণ শ্রমিক সুফিয়ানের স্ত্রী লিপি জানান, তাঁর স্বামীসহ হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। তাঁরা শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করেন। গতকাল শুক্রবার রাতভর কাজ করে আজ ভোরে পিকআপ ভ্যানে করে বাসায় ফিরছিলেন। পথে ডাম্প ট্রাকের ধাক্কায় তাঁর স্বামীসহ দুজন মারা যান। অপর ১২ জন আহত হন। 
 
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারা বিনতে ফারুক জানান, আজ ভোর ৫টার দিকে দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে তিনজন শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপ ভ্যানে করে মিক্সার মেশিন ও ১৪ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। তাঁদের বহনকারী পিকআপ ভ্যানে আজ ভোর সাড়ে চারটার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি এলাকার কামরুজ্জামান কাউন্সিলরের বাড়ির সামনে আসা মাত্রই পেছন থেকে একটি ডাম্পট্রাক তাঁদেরকে ধাক্কা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত ও ১২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই পিক আপে থাকা আরও ১২ জন আহত হয়েছেন।

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ