হোম > সারা দেশ > ঢাকা

কুপিয়ে গুলি করে গাজীপুরে সোনালী ব্যাংকের টাকা ছিনতাই, ইনচার্জসহ আহত ৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ফিল্মি স্টাইলে সোনালী ব্যাংক উপশাখার কর্মকর্তা ও আনসার সদস্যকে কুপিয়ে–গুলি করে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার নগরীর রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯), ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)। 

সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান ও স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপশাখা থেকে সাত লাখ টাকা নিয়ে অটোরিকশা করে আহত চারজন কোর্ট বিল্ডিং শাখায় আসছিলেন। 

পথে রাজবাড়ী-সদর হাসপাতাল সড়কের রথখোলা এলাকায় পৌঁছালে ছয়টি মোটরসাইকেলে ১০–১২ জন যুবক এসে অটোরিকশাটির গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 

এ সময় বাধা দিলে যুবকেরা ফাঁকা গুলি ছুড়ে এবং চারজনকে কুপিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। 

এ বিষয়ে জিএমপি সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন