গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ফিল্মি স্টাইলে সোনালী ব্যাংক উপশাখার কর্মকর্তা ও আনসার সদস্যকে কুপিয়ে–গুলি করে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার নগরীর রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯), ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।
সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান ও স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপশাখা থেকে সাত লাখ টাকা নিয়ে অটোরিকশা করে আহত চারজন কোর্ট বিল্ডিং শাখায় আসছিলেন।
পথে রাজবাড়ী-সদর হাসপাতাল সড়কের রথখোলা এলাকায় পৌঁছালে ছয়টি মোটরসাইকেলে ১০–১২ জন যুবক এসে অটোরিকশাটির গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ বিষয়ে জিএমপি সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’