হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সাংবাদিককে চাপা দেওয়া সেই ট্রাকচালকের লাইসেন্স ছিল না: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনকে চাপা দিয়ে হত্যার অভিযোগে ট্রাকচালক আহাদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব জানায়, ট্রাকচালক আহাদ মিয়ার ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। ঘটনার সময় ট্রাকটি অতিরিক্ত ওজন বহন করছিল। 

গত ৪ আগস্ট গাজীপুরের কাপাসিয়ায় কোটবাজালিয়া বাজার এলাকায় বেপরোয়া গতির বালুবোঝাই একটি ট্রাক সাংবাদিক মঞ্জুর হোসেনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে কাপাসিয়া থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। সাংবাদিক মঞ্জুর গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন। 

আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ট্রাকের ধারণ ক্ষমতা ছিল ৮ টন। কিন্তু ১৪ টন বালু বোঝাই করে গাড়িটি চালাচ্ছিলেন চালক। আহাদ গত সাত বছর মাহিন্দ্রা, পিকআপসহ বিভিন্ন গাড়ি চালিয়ে আসছিলেন। তিনি মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স দিয়ে ভারী যানবাহন চালাচ্ছিলেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, বিআরটিএ যদি নিয়মিত অভিযান পরিচালনা করে, তাহলে শাস্তির ভয়ে অনেকে এ ধরনের অপরাধে জড়াবেন না।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা