হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বাসচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এঁদের একজন কলেজ শিক্ষার্থী, অপরজন ব্যবসায়ী। তাঁদের বাড়ি জেলার ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তরা কালীগঙ্গা সেতুর ওপর সেলফি পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া ও তাঁর বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মো. আশিকুর রহমান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের তরা কালীগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান জুয়েল মিয়া ও আশিকুর রহমান। এ ঘটনায় আহত হন আরেক বন্ধু হাসিবুর রহমান অটুট (২৪)। তাঁকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে কয়েকটি সেলফি পরিবহন ভাঙচুর করেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে রাত সাড়ে ১১টার দিকে সেলফি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়